কলারোয়া উপজেলা প্রতিবেদক: কলারোয়ায় নাগরিক উদ্যোগ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে খ্রিস্টান এইট এবং নাগরিক উদ্যোগ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন, ৩ নং কয়লা ইউনিয়ন, ২ নং জালালাবাদ ইউনিয়ন, ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়ন পরিষদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নাগরিক উদ্যোগ বেসরকারি মানবাধিকার সংস্থা কাজ করে যাচ্ছে। ১৯৯৫ সাল প্রতিষ্ঠাতা লাভ করা নাগরিক উদ্যোগ মানবাধিকার সংস্থাটি। সুশাসন ও মানবাধিকার এর সুরক্ষা ও বিকাশের তৎপরতা চালানো এবং বিশেষভাবে স্থায়ী পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থায়ীও সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাশেদুল ইসলাম, বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, কর্মকর্তা জগবন্ধু, এডভোকেসি সদস্য, সিএসও সদস্য, প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্য, গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সদ্দার জিল্লুর রহমান, শেখ রাজু রায়হান,সেলিম খান, রাসেল হোসেন, জাহাঙ্গীর হোসেন লিটন, জাহাঙ্গীর সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কলারোয়া উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাশে থেকে বিভিন্ন উপকরণ। প্রশিক্ষণের মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন যুব উন্নয়ন কর্মকর্তা।
কলারোয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট