নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটার দলুয়ায় জমির বিরোধে জেরে ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ভাইয়ের রিরুদ্ধে। সোমবার রাতে পাটকেলঘাটা থানার দলুয়া বাজারে ঘটনাটি ঘটে। আহত ব্যাক্তির নাম জাহিদুল সরদার (৪৫)। তিনি খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মোজাহার সরদারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত জাহিদুল জানান, টিকারামপুর মৌজায় দুই একর জমির মধ্যে ২.৫০বিঘা জমি নিয়ে ভাই আরিজুল সরদার ও শহিদুল সরদারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার রাত সাড়ে৮টার দিকে পরিতোষ বাছাড় নামে এক স্থানীয় ব্যাক্তি তার জমির হারির টাকা দিয়ে চলে যায়। এরপর ঘটনাটি জানার পর ভাই আরিজুল সরদার, শহিদুল সরদার, ও ভাইপো মেশকাত সরদার তার ওপর অতর্কিত হামলা চালায়। ওসময় তারা লোহার রড় দিয়ে পিটিয়ে মাথায় জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এরপর ঘটনাটি মুঠো ফোনে পুলিশকে জানালে তারা মৃত্যুর হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন।
পাটকেলঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বলেন, ঘটনাটি শুনেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।