
কিশোর কুমার : সোমবার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে দেশি মদের সারঞ্জাম সহ ১জনকে আটক করা হয়েছে।
আটককৃত ঐ ব্যাক্তি কাশিপুর গ্রামের গজেন দাসের পুত্র লক্ষন দাস (৫৫)। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাশিপুর ঐব্যাক্তির বাড়ি থেকে দেড় লিটার মদ তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটকৃত ঐব্যাক্তিকে পাটকেলঘাটার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।