
সাতনদী ডেস্ক: রংপুর জেলার পীরগঞ্জ জেলার প্রত্যান্ত গ্রাম চতরায় ১২ কোটি টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করলেন চতরার কৃতি সন্তান দুবাই প্রবাসী আলতাব। বিদেশে যাওয়ার আগে বাবাকে বলে গিয়েছিলেন উপার্জনের অর্ধেক ই এলাকার মানুষের কাজে ব্যায় করবেন তিনি। আজ তার বাবা বেচে নেই। বাবা বেচে না থাকলেও বাবাকে দেওয়া প্রতিশ্রুতি শতভাগ পূর্ন করছেন প্রবাসী আলতাব। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, করবস্থান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন দীর্ঘ্যদিন ধরে। ফলশ্রুতিতে পুরো এলাকা পরিচিতি পেয়েছে আলতাবনগর নামে। সবশেষ নিজের এলাকায় ১২ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ করলেন তিনি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথম জামাতে প্রায় ১০ হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন। ঢাকা থেকে সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার কারেন্ট এ্যফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব অংশগ্রহণ করেন।
ক্যাপশনঃ রংপুরের পীরগঞ্জে ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদের উদ্বোধনী জামাতে অংশগ্রহন করেন মসজিদটির প্রতিষ্ঠাতা প্রবাসী আলতাব, সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব সহ মুসুল্লিবৃন্দ।