
সাতনদী ডেস্ক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সাতক্ষীরা জেলাবাসী। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী সরকারী ও বেসরকারী উদ্যোগে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসন সাতক্ষীরা, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ছুটির দিনেও সকল সরকারী বেসরকারী শায়ত্বশাসিত প্রতিষ্ঠান এমনকি শহরের সব দোকানপাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বনাঢ্য কুজকাওয়াজ। সকাল ৭ টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান, অতিঃ পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজি আরিফুর রহমান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা প্রশাসন: সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, ক্রেস্ট, শীতবস্ত্র কম্বল ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনার পূর্বে শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
জেলা আওয়ামী লীগ: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে র্যালী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জুয়েল, । মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সাহানা মহিদ, আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি।
ফানুস নাট্যদল: দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করেছে ফানুস নাট্যদল। সকালে কর্মসূচীর শুরুতে শহীদ আব্দূর রাজ্জাক পার্কে বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচীর দ্বিতীয় ধাপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে এবং একাত্তরের শহীদদের স্মরণে আব্দুর রাজ্জাকের কবরে পুষ্প স্তবক অর্পন করা হয়। তৃতীয় ধাপে শীতার্ত অসহায় মানুষের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় ও চতুর্থ ধাপে অসহায় ও দারিদ্র্য শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এর আগে কর্মসুচীর উদ্বোধন করেন ফানুস নাট্যদলের পৃষ্ঠপোষক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান (মিল্টন)। ফানুস নাট্যদলের সভাপতি প্রতীক রূদ্র, মোস্তাফিজুর রহমান, অহেছকুরুন ইমন, জান্নাত ও ফয়সাল আজাদ সহ ফানুস নাট্যদলের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।