
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব রায়হান উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ হতে ওই দুই ব্যক্তিকে আটক করে। আটক দুই ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে মোবারক হোসেন মন্টু ও নওয়াবেঁকী গ্রামের মনিরুদ্দিনের ছেলে আকরাম হোসেন। পুলিশের দাবি তারা নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে নাশকতা কাজে ব্যবহারের জন্য ককটেল ও বোমা উদ্ধার করা হয়। আটক দুই ব্যক্তিকে ১৯০৮ সালে বিষ্ফোরক দ্রব্য আইনে এবং ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।