
ওমর ফারুক মুকুল/লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
মাসব্যাপী জাঁকজমকপ‚র্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পারুলিয়া লক্ষ টাকা ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্ট। আনন্দঘন পরিবেশে হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকদের স্বতষ্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় ফাইনাল খেলা। জয় লাভের জন্য ফাইনালে একে অপরের প্রতিদ্ব›দ্বী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশগ্রহণ করেন মাহমুদপুর শেখ রাসেল ক্রীড়া চক্র এবং কালিগঞ্জ কদমতলার পিডিকে মিতালী সংঘের খেলোয়াড়রা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
প্রধান অতিথি এসময় মাদককে না বলে খেলাধুলার প্রতি যুবকদের আকৃষ্ট হওয়ার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা একদিকে শরীর গঠন আর অন্যদিকে দেশকে পরিচিত করতে সহায়তা করে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল সেক্টরের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত লক্ষাধিক টাকা ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সার্বিক ব্যবস্থাাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.হ.ম তারেক উদ্দীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, অসীম কুমার ঘোষ, গোলাম ফারুক, রবিউল ইসলাম, আব্দুর রকিব, নবাব আলী, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হুমায়‚ন কবির হীম, পারুলিয়া যুবক সমিতির জয়েন্ট সেক্রেটারি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জাঁকজমকপূর্ণ এ খেলাটির নির্ধারিত সময়ের মধ্যে পিডিকে মিতালী সংঘকে ১-০ গোলে পরাজিত করে মাহমুদপুর রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়রা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন প্রাইজ ৭০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।