
বিশেষ প্রতিবেদক, তালা: তালা বাজার বণিক সমিতির বিগত কমিটি হস্তান্তর, বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তালা বাজার বণিক সমিতির আয়োজনে তালা কাঁচা বাজার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমিতির বিদায়ী সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বণিক সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক বাবু সূর্য কান্ত পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, তালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন,সাবেক সভাপতি কাজী মারুফ, আ.লীগ নেতা মীর মহাসিন হোসেন, পিএম গোলাম মোস্তফা, শেখ মহাসিন উল্লাহ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু। সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন মো: জাহাঙ্গীর হোসেন ফটিক, মো: আব্দুল হামিদ রানা।অনুষ্ঠান তালা বাজার বণিক সমিতির সকল বিদায়ী কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত একটি নীতি নির্ধারক কমিটির নামের তালিকা প্রকাশ করা সহ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।