
সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান বুধহাটা কলেজিয়েট স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচনোত্তর তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রেখেছেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাস স্ট্যান্ড চত্বরে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচনে চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করার ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে সমাবেশে মিলিত হন। তাৎক্ষণিক বক্তব্যে চেয়ারম্যান ডাবলু বলেন, অভিভাবকদের আন্তরিকতা ও স্কুলের উন্নয়নের অদম্য মানসিকতার ফলশ্রুতি আজকের এ বিজয়। আমরা অভিভাবকদের চাহিদা ও অনুভূতির মূল্য দিতে চাই। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মাননীয় এমপি সাহেবের ডিও লিটারের প্রেক্ষিতে গভর্নিং বডির সভাপতি মনোনীত হবেন। নব নির্বাচিত সদস্যসহ আমরা সবাই চাই এমপি রুহুল হক সাহেব প্রতিষ্ঠানের সভাপতি পদে আসুন। আর যদি তিনি না আসতে চান, তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী সদস্যদের মতামত ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে যোগ্য কাউকে যেন তিনি ডিও লিটার দেন সে দাবী আমাদের একান্ত মনের দাবী। আমরা সততা নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীতের নিরপত্তা নিশ্চিত করার মাধ্যমে দায়িত্ব পালন করতে চাই। এজন্য এমপি মহোদয়কে পদক্ষেপ নিতে আহবান জানান হয়। সাথে সাথে রবিবার (১৬ অক্টোবর) বিকাল ৪ টায় স্কুল কমপাউন্ডে অভিভাবক ও সর্ব সাধারণের অংশ গ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আঃ করিম ঢালী, আঃ গফফার সরদার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, আ.লীগ নেতা আঃ জলিল ঢালীসহ বহু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।