
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কায়দায় লোকজন চাচার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ভাইপোদের বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর বেলা ১২টায় বাটকেখালীতে এ ঘটনা ঘটে। পরে পুলিশি হস্তক্ষেপে দখলদার ও তার সন্ত্রাসী বাহিনী পিছু হটে।
সরজমিনে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিগত ২২ বছরেরও অধিক সময় ধরে এসএ ১৭৪৭দাগ ও আরএস ৩০৬৫ দাগের জমিটিতে ঘরবাড়ি করে ভোগদখলীকার আছেন সুলতানপুরের মৃত খন্দকার আব্দুল গফুরের ছেলে খন্দকার আবু বককর সিদ্দিক। এছাড়াও জমিতে আম গাছ, কলা গাছ, কাস্টলগাছ সহ নানা গাছ-গাছালিতে পূর্ণ। সম্পূর্ন বিনা উষ্কানিতে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার সময় পুরাতন সাতক্ষীরার মৃত-খন্দকার ফারুক হোসেনের ছেলে খন্দকার জাহাঙ্গীর হোসেন (৪০), মৃত. খন্দকার আবুল হোসেনের ছেলে খন্দকার মামুন হোসেন(৪৪), বাটকেখালীর মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোঃ রবিউল, মৃত নগেন দাশের ছেলে সুমন দাশ সহ অজ্ঞাত আরও ১০/১২জন তার জমিতে বে-দখল করতে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খন্দকার আবু বককর সিদ্দিক তার ভোগ-দখলীয় জমিতে গেলে জাহাঙ্গীর ও মামুন তার ওপর হামলে পড়ে। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের কবল থেকে মুক্ত হন আবু বককর। পরে থানায় ঘটনা অবহিত করলে পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের নিবৃত করে। কিন্তু ততক্ষনে আবু বকরের গাছ গাছালি কেটে পরিষ্কার করে দেয় জাহাঙ্গীরের নেতৃত্বে থাকা সন্ত্রাসী বাহিনী। এ ছাড়াও রেডিমেট খুঁটি দিয়ে ঘর তৈরির অপচেষ্টা করে তারা। পুলিশের হস্তক্ষেপে বে-দখল বন্ধ হলেও আবু বকরকে এখনও বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে জাহাঙ্গীর সহ অন্যান্যরা। এ ঘটনা আবু বককর সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেছে।
খন্দকার আবু বকর সিদ্দিক সাতনদীকে জানান, আমার স্বত্ত্বদখলী জমি কোন কারণ ছাড়াই আমার ভাইপোরা এসে দখলের চেষ্টা করে। তারা জানায় এটা তাদের জমি। কিন্তু এটা তাদের জমি না। তারা ভিন্ন দাগে জমি কিনে আমার জমিটি দখল নেওয়ার চেষ্টা করছে। তাদের জমি এসএ ৮০৩নং খতিয়ানের ১৬৮১, ১৬৮২, ১৬৮৩ দাগে ১৬ শতক। যার আর,এস দাগ নং ৩০৩০, ৩০৩১, ৩০৩২ ও সদ্য দাবীকৃত ৩০৫৯। উল্লেখিত দাগের কাগজপত্র দেখিয়ে দারা আমার এস,এ ১৭৪৭দাগ ও আরএস ৩০৬৫ দাগের জমি দখল নেওয়ার চেষ্টা করছে।