
সেলিম খান, কলারোয়া থেকে: সাতক্ষীরার কলারোয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের উপরে সন্ত্রাসী কায়দায় হামলায় পিতা পুত্র আহতের ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগী সন্তোষ দাস বাদি হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে নটায় কলারোয়া বাটড়া গ্রামের বিনয় দাসের পুত্র তপন দাস,মৃত দুলাল দাসের পুত্র বিধান দাস, সুকুমার দাস, রবিন দাস, গুরুদাস, শঙ্কর দাস,স্বপন দাস, কালিদাস, অতর্কিতভাবে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র হাতুড়ি রড লাঠি সোটা নিয়ে আমার বসতবাড়ির উপরে হামলা চালায় এবং গালিগালাজ করতে থাকে। তাদেরকে মানা করা হলে তারা আমাকেও আমার সেজ ছেলের হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও রড দিয়ে বেধড়ভাবে মারে। এছাড়াও অভিযোগ আরো জানা যায়, এ সময় বাড়ির মহিলারা এগিয়ে এলে তাদের কাছ থেকে স্বর্ণ অলংকার,একটি মোবাইল ফোন, রুপার গহনা ও ঘর থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে আমাদেরকে উদ্ধার করে কলেরায়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
ভুক্তভোগী সন্তোষ সাংবাদিকদের কে জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে সুকুমার, গুরুদাস, শংকর দাস স্বপন দাস প্রতিনিয়ত আমার উপরে হামলা করে আসছে। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ভুক্তভোগী সন্তোষ দাস কলারোয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করেছে।
অভিযুক্তদের সাথে কথা বললে তারা সন্তোষ দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। কিন্তু এই ঘটনার ব্যাপারে কোন বক্তব্য দেননি।
এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের এস আই রাজীব মন্ডল জানান কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা স্যারের নির্দেশনায় আমরা মামলাটি তদন্ত-পূর্বক আদালতে প্রেম করেছি নিয়মিত আইনে মামলাটি হয়েছে।