
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এমপি এরঁ ৭৬তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয় কর্তৃক পুলিশ লাইন্স সাতক্ষীরায় দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশি প্রজাতীর বিভিন্ন প্রকারের ফলজ বনজ ঔষধি বৃক্ষের চারাগাছ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রতঘোষ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমীর বসু, ডিআইও-১ এস.এম জাহিদ বিন আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।