
খুলনা প্রতিবেদক: খুলনার বটিয়াঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার সাচিবুনিয়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও সংরক্ষণ করায় আনন্দ ফুড প্রডাক্টকে পনের (১৫) হাজার টাকা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য গাজি মেডিকেল হলকে দুই (০২) টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গল্লামারী বাজারে তদারকি করে মূল্য তালিকা প্রদর্শণ করতে নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। তদারকিমূলক অভিযানে সহায়তা করেন ০৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।