
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা প্রেসক্লাবের ২০২২-২৪ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে জয়েন্ট সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক লিটন ঘোষ বাপি।
আগামী ২৯ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্নে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান আহবায়ক কমিটি। প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সাথে কয়েক দফায় বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষনা এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কে নির্বাচন কমিশনার, জনস্বাস্থ্যা প্রকৌশলী জুয়েল হোসেনকে প্রিজাইডিং অফিসার এবং সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সমন্বয়ে একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের ২৫ জন ভোটার এ নির্বাচনে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের জন্য যোগ্য নের্তৃত্ব নির্বাচন করবেন।