
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলা সামাজিক সাম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম মুফতি আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তরা বলেন, যার ধর্ম সে নিজে পালন করবে। কারোর উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। সামাজিক বন্ধন টিকিয়ে রাখতে একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাাপন করতে হবে। সামাজিক ভাবে হানাহানি মারামারি করা যাবে না। সমাজকে সুন্দর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।