
আহাদুর রহমান (জনি): আসছে আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন। সাতক্ষীরার বার বার নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। বরাবরের মতো এবারও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছুটে চলেছেন প্রত্যন্ত অঞ্চলে। গণমানুষের প্রতিনিধিদের কাছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বরত। বিগত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫ বছর সফলতার সাথে কাজ করেছি। আগামীতেও এই পদে আমি দলের পক্ষে প্রতিদ্ব›িদ্বতা করতে ইচ্ছুক।
নির্বাচনী প্রচারণ সম্পর্কে তিনি বলেন, সঙ্গত কারণে আমি ইতোমধ্যেই যারা ভোটার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রায় সকলের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। আমি তাদের অকুন্ঠ সমর্থন পেয়েছি। জেলা পরিষদের পক্ষ থেকে জনগনকে যা যা দেয়ার আছে সবটুকুই আমি পৌছে দেয়ার চেষ্টা করেছি। তাদের পাশে দাড়াতে পেরেছি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে নজরুল ইসলাম বলেন, আমি প্রত্যাশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করলে ভোটারদের ভালবাসায় আবারও বিপুল ভোটের ব্যবধানে এই নির্বাচনী এলাকা থেকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব।
এক প্রশ্নের জবাববে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম জানান, প্রার্থী হিসেবে যেখানেই আমি গিয়েছি অভ‚তপূর্ব সাড়া পেয়েছি। নিজ দলীয় প্রার্থীদের বিষয়ে তিনি বলেন দলীয় প্রতীক না থাকলেও সমর্থনতো থাকবেই। সে ক্ষেত্রে দলের সমর্থিত প্রার্থীর প্রতি সবাই অনুগত থাকবে এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।