
প্রেস বিজ্ঞপ্তি: “দৃষ্টি মেলে দেখতে চাই সুন্দর পৃথিবীটাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা ও আল হুদা ট্রাস্ট সাতক্ষীরার সার্বিক তত্ত্বাবধানে ও সাইটসেভার্স ও আল হুদা ট্রাস্ট’র অর্থায়নে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মনিরুজ্জামান, মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর কন্যা সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, মেরিন ইঞ্জিনিয়ার মো. সিদ্দিক উল্লাহ, হাফেজ শফি উল্লাহ, হাফেজ হাবিবুল্লাহ, গুলশানারা, জাহানারা ও মনিরুল ইসলাম প্রমুখ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা’র ডা. সেলিনা আক্তার, ডা. অজয় সেন ও পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমানসহ একদল চিকিৎসকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরিবার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. খায়রুল বাসার।