
কালিগঞ্জ ব্যুরো: মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলী নেওয়াজ গাজী (৫০) নামে ১ মাদক কারবারিকে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতে-নাতে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার( ১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের পশ্চিম কোন হতে তাকে আটক করা হয়।
ওই সময় তার কাছে রক্ষিত একটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আলি নেওয়াজ গাজীকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আলী নেওয়াজ গাজী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর বারদহ গ্রামের মৃত সিফাত উল্লাহ গাজীর পুত্র। উক্ত ঘটনা থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মাদক মামলা দায়ের করেছে। মামলা নাম্বার-১৯।
মাদক আটকের ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু সাংবাদিকদের জানান মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের নির্দেশে থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠের পশ্চিম কোন হতে ১৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আলি নেওয়াজ গাজী কে হাতে নাতে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে অভিযানে কোন আপোষ নাই। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।