
শ্যামনগর প্রতিনিধি: বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পরিচালনায় স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে মালামাল সহ ১২ জেলেকে আটক করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬ টা হতে ঘণ্টা ব্যাপি অভিযানে নেতৃত্বে দেন স্মার্ট প্যাট্রল টিমের দলপতি মুন্সিগঞ্জ টহল ফাড়ির ইনচার্জ জিয়াউর রহমান।
আটক জেলেরা হলেন- চুনকুড়ি গ্রামের সুন্নত আলী মেল্লার পুত্র রাশিদুল মোল্লা, সোলেমান মোড়লের পুত্র আব্দুর রউফ এবং একই গ্রামের রশিদ গাজীর পুত্র মেহেদী গাজী এবং খালেক গাজীর পুত্র রশিদ গাজী, মৃত. রশিদ সরদারের পুত্র আবু সাঈদ সরদার, মৃত. দাউদ গাজীর পুত্র রফিকুল গাজী, ফজর আলীর পুত্র মঈন মোল্যা ও শাহিন মোল্যা, আটুলিয়া গ্রামে নুর আলী গাজীর পুত্র আব্দুস সাত্তার গাজী এবং ৫ নং কয়ারা গ্রামের হামিদ সরদারের পুত্র সাহেদ আলী, আমজাদ সরদারের পুত্র শহিদুল্যাহ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল চৌধুরি সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের আঠারোবেঁকী নামক সংরক্ষিত অঞ্চলে কাঁকড়া ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৪ টি নৌকা, ড্রাম, ১০০ কেজি কাঁকড়া ও ৮০ টি আটন জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।