
ইন্দ্রজিত সাধু: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক নারী সহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামের রাজীব হোসেন (৩৯) ও তার স্ত্রী শারমিন সুলতানা (২৮)। ট্রলি চালক সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের আমজাদ হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩৮)। পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে । এর মধ্যে টলি চালকের অবস্থা আশংঙ্খা জনক। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে শাহদাহ এলাকায় দূর্ঘটনা ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিল স্বামী স্ত্রী। ওইসময় খুলনাগামী প্রাইভেটকার যার নম্বর ঢাকা মেট্রো খ ১১১৮৬১ প্রাইভেট কারের চাকা লিক হয়ে গেলে সামনের ট্রলি ও মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা যুবক ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। একই সময় মটর সাইকেলে থাকা নারীও আহত হয়। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।