হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জে আড়াই বিঘা জমির হারি র টাকা না দিয়ে উল্টো আদালতে মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে আজিজুল বারী নামক এক প্রতারকের বিরুদ্ধে। ভুক্তভোগী সোনা দাস বৃহস্পতিবার( ৯ জুন) সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী গ্রামের মৃত সন্তোষ দাসের পুত্র সোনা দাসের ২ বিঘা জমি, বিঘা প্রতি সাড়ে ১২ হাজার টাকা হারি চুক্তিতে ২০১৭সাল হতে ২০২২ সাল পর্যন্ত ৬ বছর মেয়াদী যুক্তিতে পার্শ্ববর্তী পাইকাড়া গ্রামের মৃত রজব আলীর পুত্র প্রতারক আজিজুল বারী ওরফে খোকা নিয়ে মৎস্য ঘের করে আসছে। প্রতারক আজিজুল বারী হারি র টাকা না দিয়ে ১২ মে সাতক্ষীরার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোনা দাস তার ভাই বিষ্ণুদাস, রামপ্রসাদ, কার্তিক দাস এর বিরুদ্ধে ১০৭/ ১২৭(৩) ধারায় ৩৫৯/২২ নং ১টি পিটিশন মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত মামলায় চার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। প্রতারক আজিজুল বারী এলাকায় এইভাবে বিভিন্ন ব্যক্তির নিকট হতে মাছ চাষের জন্য মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে ফেলে জমি হারি নিয়ে মৎস্য ঘের শুরু করে পরে জমি মালিকরা টাকা চাইতে গেলে তাদেরকে পাওনা টাকা না দিয়ে উল্টো মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসছে বলে একাধিক ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। বিষয়টি এলাকাবাসী থানার নবাগত অফিসার ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ঘটনার সত্যতা জানার জন্য আজিজুল এর নিকট তাঁর মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।