
নিজস্ব প্রতিবেদক: “মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসইআইপি প্রকল্পের আওতায় সাতক্ষীরায় টি.টি.সি’র উদ্যোগে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার চেক হস্তান্তর এবং দেশ-বিদেশ ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুন) সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র হলরুমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন “যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামীতে দেশের হাল ধরবে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকেও এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, অদক্ষ শ্রমিকের চেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শ্রমিকের মূল্য অনেক বেশী। টি.টি.সি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরী করছে এবং দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী’র সম্পাদক মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, টি.টি.সি’র ইন্সট্রাক্টর মেহেদী হাসান, জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, ইন্সট্যাক্টর আনিছুর রহমান, ড্রাইভিং প্রশিক্ষক মো. মাসুদুর রহমান ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর প্রতিনিধি প্রিয়াংকা বিশ^াস প্রমুখ। এ সময় সাতক্ষীরা টি.টি.সি’র ১২০ জন শিক্ষার্থীর মাঝে যাতায়াত ভাতা বাবদ ১০ লক্ষ ৫৯ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টি.টি.সি’র সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম।