আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁজিয়া বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহŸায়ক নাজমূল হুসাইন সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবু, হাবিবুর রহমান, টিটু আহমেদ, সদস্য জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ, আজিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।