
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় উচ্চ রক্তচাপ রোধে করণীয় সম্পর্কে এবং চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ।