জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ফজিলা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুর আড়াইটার দিকে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন সড়কে মোটর সাইকেল ধাক্কায় ওই নারী নিহত হয়। তিনি বংশীপুর গ্রামের সামছুর মাঝির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ঈদের দিন পড়শীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে দ্রæতগামী মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরত্বর আহত হয় ওই নারী। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মোটর সাইকেল চালক গুরত্বর আহত হয়। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।