
আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, মণিরামপুরের উন্নয়ন এখন মানুষের চোখে দৃশ্যমান। আর এ সবকিছুর অবদান একমাত্র জননেত্রী শেখ হাসিনার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় ও জনগণের ভাগ্যোর পরিবর্তন ঘটে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনে দেশ আজ উন্নত বিশ্বের কাতারে। আর সরকারের এ উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে দেশের সম্প‚র্ণ দৃশ্যপট।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে মণিরামপুরে পৃথক দুটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাস্তুদুটো হলো মদনপুর থেকে মহাতাপনগর পর্যন্ত এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পিচের রাস্তা এবং জোঁকা মাঠপাড়া মোড় হতে ষোলখেদা বাজার পর্যন্ত আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার পাকা রাস্তা।
দুটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক মন্টু। এছাড়াও প্রতিমন্ত্রী মদনপুর মাদ্রাসা মাঠে জোনাকির আলো সমবায় সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সেখানে সমিতির সভাপতি আব্দুল জলিলের সভপতিত্বে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দু’শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবার আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আলী, মেম্বর সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রতিমন্ত্রী সন্ধ্যার পর হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর মানস ধামে রবিন্দ্র জয়ন্তী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, প্রধান শিক্ষক হরিদাস মল্লিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।