
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পলাতক ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো খানজিয়া গ্রামের মৃত রজব আলীর পুত্র ফারুক হোসেন (৩৫) সন্ন্যাসীর সক গ্রামের মৃত আব্বাস আলী গাজীর পুত্র রুহুল আমিন (৪৫) পাইকাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র রুহুল হক (৪৮)গোবিন্দ কাটি গ্রামের মৃত পরেশ বিশ্বাস এর পুত্র মুকুল বিশ্বাস (৪৫) বেলেডাঙ্গা গ্রামের মৃত করিম বক্স এর পুত্র রেজাউল করি(৩০) কৃষ্ণনগর গ্রামের শৈলেন্দ্র এর পুত্র রনজিত মন্ডল (৪০)শংকরপুর গ্রামের ইমান আলী কা গু জির পুত্র সাহারুল ইসলাম( ৩৬) কাজলা গ্রামের মৃত বাহার আলীর পুত্র নজরুল ইসলাম (৪৮)পারুল গাছা গ্রামের মৃত আবু বক্কর এর পুত্র সিরাজুল ইসলাম (৪০) খানজিয়া গ্রামের জাহিদ কারিগরের স্ত্রী হোসনে আরা বেগম( ৪০) নিজ দেব পুর গ্রামের আবু বক্কর এর পুত্র মনিরুল ইসলাম(৪২) জাফরপুর গ্রামের জিয়াদালি গাজীর পুত্র ফজলুল হক( ৪২) বরেয়া গ্রামের মোসলেম গাজীর পুত্র মুর্শিদ (৩৫)আরশাদ কারিগরের পুত্র শাহাদাত হোসেন (৩০)এবং গড়ুই মহল গ্রামের আব্দুল বারী মিস্ত্রির পুত্র নজরুল মিস্ত্রি (৩৪)। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।