
অনলাইন ডেস্ক :
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ১৫৮ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫৪ জন। ইউক্রেনের প্রসিকিটর জেনারেল স্টাফ অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৮ দিনের মতো চলছে দেশ দুইটির যুদ্ধ। এতে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।