প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকাল ৩টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।
জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক ও পারিবারিক সচেতনতা, গুজব, সাম্প্রদায়িক সম্প্রিতি ইত্যাদি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হলে আমাদের জনকল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন তার ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতি তালা উপজেলা নির্বাহী অফিসার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। তিনি আরো বলেন আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হলে আমাদের সন্তানদের মাদক থেকে অবশ্যই দূরে রাখতে হবে। এ সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ এলাকার চারশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।