
নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে মৌমাছির খামার বসানো নিয়ে কেন্দ্র করে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক জনকে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টায়। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগং গ্রামে এ ঘটনা ঘটেছে আহতের নাম মীরগাং গ্রামের মোঃ আকবার গাজীর পুএমোঃ রফিকুল ইসলাম (৩৫) এই ঘটনায় আহতের পিতা মোঃ আকবর গাজী বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে এবং কয়েক জনকে অজ্ঞাত করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দিয়েছেন বলে জানা গেছে। বাদী আকবার গাজী এই প্রতিবেদক কে জানান, প‚র্বশক্রতার জের ধরে বুধবার সকাল ছয়টার সময় প্রতিপক্ষ মৃত. কেনা গাজীর পুত্র মোঃ জাফর গাজী (৫৫), মোহাম্মদ জাফর গাজীর পুত্র মোঃ মিজান গাজী (২৫), মৃত. বদরউদ্দীন শেখের পুত্র মোহাম্মদ সেলিম শেখ (৬০), মোহাম্মদ সেলিম শেখের পুত্র মোহাম্মদ জাননাতুল আরিফ শেখ (২৮) আমার বসত বাড়ির সামনে ও য়াপদার ভেড়িবাঁধের পাশে জোর করে মৌমাছির খামার বসানোর জন্য হামলা করছে জাফর বাহিনীর লোক জন। তারা লোহার রড লাঠি দা কুড়াল নিয়ে এসে আমার বাড়ীর সামনে মৌমাছির খামার বসানোর চেষ্টা করে এসময় ঐ বাহিনীকে বাধা দিলে তারা আমার বড়ছেলে রফিকুল ইসলাম কে পিটিয়ে মারাত্মক জখম করেছে এবং আমার ছেলের স্ত্রীকে শ্লীলতাহানি সহ লুটপাট করেছে তারা। এছাড়া আমার বড় ছেলের মৌমাছির খামার বসানো ছিল আমার বাড়ির সামনে ওয়াপদার ভেড়ীবাধের পাশে মৌমাছির বক্স বসানো ছিল সেই বক্স ভাংচুর করে লক্ষাধিক টাকার মাছি খয়ক্ষতি করে চলে যায় তারা। বর্তমানে আমার পুত্র মারাত্মক আহত অবস্থায় মৃত্যর সাথে পানজা লড়ছে শ্যামনগর হাসপাতালে।তবে এ ঘটনায় আমি শ্যামনগর থানায় ৪ জনকে আসামী করে এজাহার জমা দিয়েছি।