
নজরুল ইসলাম, তালা থেকে: সারা দেশের ন্যায় তালায় যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৭ মার্চ) তালা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে চিত্রঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে।