
কালিগঞ্জ ব্যুরো: বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থাপতী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ছিল গতকাল ১৭ মার্চ। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় শিশু দিবস ও মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় দিনভর নানান কর্মস‚চির মধ্য দিয়ে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল সরকারি বেসরকারি এবং নিজ নিজ ইউনিয়নের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। দিনের কর্মস‚চির মধ্যে ছিল সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ১০টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ সহ অন্যান্যরা বঙ্গবন্ধু ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
বেলা সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী মেহেদীর নেতৃত্বে কেক কেটে ছোট ছোট স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে জন্মবার্ষিকী ও শিশু দিবসের স‚চনা করা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার নরিম এবং সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এছাড়াও উপজেলা জুড়ে বারোটি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।