
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরক সরকার নামে এক কলেজ ছাত্রের লাশ বাড়ির পাশে বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুভাষ সরকারের বাঁশ বাগান থেকে বৃহস্পতিবার ( ১৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হীরক সরকার চান্দুলিয়া গ্রামের সুভাষ সরকার এর পুত্র এবং সাতক্ষীরা ডে নাইট কলেজ এর দ্বাদশ শ্রেণীর ছাত্র।
বিকাল ৪টার সময় পরিবারের লোকজন বাঁশ বাগানে হীরক সরকারকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানান, গত বুধবার একটি মেয়েলি ঘটনা ও বিয়েকে কেন্দ্র করে আশাশুনি থানার সব্দালপুর গ্রামের কিছু বখাটে ছেলে তিনটি মোটরসাইকেলযোগে তাদের বাড়িতে যেয়ে হুমকি দিয়ে আসে। এরপর থেকে কলেজছাত্র হীরক কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ বাড়ির পাশে বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে এসেছি তদন্ত করে পরে জানাবো।