
সংবাদদাতা:
বুধবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের যুবকদের মধ্যে বিতরণ করা হল ফুটবল। ফিংড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর সাংবাদিক মো: আবু ছালেকের পক্ষ থেকে ব্যাংদহা বাজার থেকে উঠতি বয়সের যুবকরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলার দিকে মোনযোগি হয় সেজন্য,এবং মাদককে না বলে খেলাকে হ্যা বলার উদ্দেশ্যকে সফল করার জন্য,ব্যাংদহা,জোড়দিয়ার উঠতি বয়সের যুবক ও সোনামনিদের মধ্যে বিতরণ করেন ফুটবল। যুবকদের মাদকের কবল থেকে মুক্ত রাখার জন্য যুবক ও সোনামনিদের কে বিতরণ করা হয়েছে ফুটবল। কারন সময়টা বড়ো নিষ্ঠুর ।
কমে যাচ্ছে খেলার মাঠ । আগের মতো আর খেলাধুলা হয় না। তরুণরা পার্কে বসে,মাঠে বসে,রাস্তার পাশে বসে শুধু মোবাইল টিপে গেম খেলে, কেরাম বোর্ডে জুয়া খেলে,মোবাইলে তাস খেলে,লুডু খেলে,টেলিভিশনে ক্রিকেট খেলাকে উদ্দ্যেশ্য করে জুয়া খেলে,এছাড়া সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার চর্চার অভাবে অনেক সময় অজান্তেই তরুণরা মাদকের দিকে হাত বাড়ায়। গ্রাস করে নেয় একটি তাজা তরুণের জীবন ।
গ্রাস করে নেয় জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। সকলের প্রচেষ্টায় তরুণদের উৎসাহের দিকগুলোতে এগিয়ে আসলে তরুণরা বিপদগামী হবে না। তরুণদের মনের কথা, তরুণরা কি করতে চায় সেটাও জানতে হবে। মাদককে না বলুন খেলাকে হ্যা বলুন, খেলাধুলা মানুষের মন কে সুন্দর এবং সতেজ রাখে, শারীরিক গঠনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে, প্রতিটি মানুষের খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করলে গ্রামের যুবসমাজ মাধ্যমে শান্তি ফিরে আসবে, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা যাবে,৭ নং ওয়ার্ডের মেম্বর সাংবাদিক মো: আবু ছালেকের পক্ষ থেকে যুবকদের হাতে ফুটবল বিতরণ কালে উপস্থিত ছিলেন আ: রশীদ রেজা, আমিনুর রশীদ,সাগর কর্মকার,আনজারুল ইসলাম, সাহাজদ্দীন,এনামুল হক,রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।