আবু হাসান, কেশবপুর প্রতিবেদক:
করোনা পরিস্থিতির কারণে এবারও মহাকবি মাইকেল মধুস‚দন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে মধু মেলা অনুষ্ঠিত হচ্ছে না।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মহাকবির জীবন ও তাঁর সাহিত্যের ওপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মধুকবির আবক্ষ ম‚র্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। প্রথমবারের মতো এবছর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুস‚দন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ছিলেন মাইকেল মধুস‚দন দত্ত।
উল্লেখ্য, প্রতিবছর ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুস‚দন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়ি কবির জন্মভ‚মিতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে মেলার আয়োজন করা হয়। এ মেলায় দেশ ও বিদেশ থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। দেশবরেণ্য কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাগরদাঁড়ি মধুপল্লী।