
মণিরামপুর (যশোর) প্রতিবেদক:
মণিরামপুরের ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও মনোনয়পত্র সংগ্রহে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোটার তালিকা সংশোধন ও ভোট স্থগিত করে পুনরায় তফসিল ঘোষনার দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘোষিত তফশীল অনুয়ায়ী ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ২৮ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার এই তফসিল ঘোষণা করেন। এ নির্বাচন উপলক্ষে অভিভাবকদের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। তাদের অভিযোগ, বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের যে গ্রামে বসবাস তা অন্য গ্রামের ঠিকানা দেওয়া হয়েছে।
তা ছাড়া গত ১০ জানুয়ারী ২০২২ইং তারিখে আব্দুল মোমিন ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসলে তাকে বাঁধা প্রদান করেন। এ ঘটনায় ভোটার তালিকা সংশোধন ও ভোট স্থগিত করে পুনরায় তফসিল ঘোষনার দাবী জানিয়ে অভিযোগ করেন অভিভাবক সদস্য আগরহাটি গ্রামের আব্দুল মোমিন ও মকমতলা খানপুর গ্রামের জামাল উদ্দীন। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।