নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সিটি কলেজের নিয়মিত গভর্নিং বডির নতুন সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
শুক্রবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সিটি কলেজের নিয়মিত গভর্নিং বডির নতুন সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সফি উদ্দিন শফি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।