
নিজস্ব প্রতিবেদক:
আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের চাপড়াস্থ বাসভবনে উপস্থিত হয়ে প্রথমে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী আবু দাউদ উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রাকৃতিক দ‚র্যোগে ক্ষতিগ্রস্থ প্রতাপনগর ইউনিয়নকে ঢেলে সাজাতে উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সবসময় প্রতাপনগর ইউনিয়নবাসীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এরপর কুল্যা ইউপির নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাহেরা বিশ্বাস, বিউটি কবির, আরতী সরকার, সাধারন সদস্য আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু, উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুর রশীদ, বিশ্বনাথ সরকার প্রম‚খ উপস্থিত ছিলেন।