
পাইকগাছা প্রতিবেদক:
পাইকগাছা থানার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আয়ুব আলী ও সোর্স সেলিম হাজরা কথিত মোবাইল চুরির অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ নাজমুন নাহার।
সে উপজেলার শ্রীরাপুর গ্রামের মোঃ ময়নুদ্দীন হাজরার স্ত্রী। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, ফাঁড়ির ইনচার্জ ও সোর্স সেলিম হাজরা আমার পুত্র সোহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছে বেঁধে মারপিট এবং গাঁজা দিয়ে থানায় এনে মারপিট করে গুরুতর আহত করে।
পরবর্তীতে ইং- ০৪/০১/২০২২ তারিখে ০৫/০৫ নং মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করে। সোর্স সেলিম হাজরার সাথে দীর্ঘদিন জমাজমি সংক্রান্ত গোলমাল থাকায় আমার পরিবারকে ক্ষতিগ্রস্থ ও আমার জমি দখলের পায়তারা করে আসছে।
তিনি পুলিশের নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। আমি পুলিশ ও সোর্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।