
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মানবতার ফেরিওয়ালা আল ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে সদরের ভোমরা ইউনিয়ন সহ দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেছেন। ৮ জানুয়ারী আলফা তার নিজস্ব অর্থায়নে তার জেলা পরিষদের নির্বাচনী এলাকার ছয়টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে ১৫০ জন করে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে উন্নতমানের চাদর প্রদান করেন।
এছাড়া সদরের ভোমরা ইউনিয়ন ও দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি দাখিল মাদ্রাসায় ১০ জন করে ১৬০ জন ছাত্রীকে উন্নতমানের শীতবস্ত্র দেন। এসব শীতবস্ত্র প্রদানের সময় তার সাথে কুলিয়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক সহ স্ব স্ব ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যা বৃন্দ এবং সকল বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আলফা তার বক্তব্যে বলেন, আমি সর্বদা অসহায়, দুঃস্থ মানুষের পাশে আছি। আমি আমার স্যাধ্যমত সকলের সেবায় কাজ করে যাব।