
নিজস্ব প্রতিবেদক: ১ জানুয়ারি ২০২২ ইং শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা এর যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলার সদর এলাকার সাধারণ মানুষের নিকট ট্যাপের নতুন ক্যাশ আউট রেটের সুবিধা জানানোর জন্য সাতক্ষীরা সদর শাখার উদ্যোগে মাইকিং ও র্র্যালীর আয়োজন করা হয়। র্র্যালীটি সাতক্ষীরা সদর মহাসড়কের গুরুত্বপুর্ণ মোড় গুলো প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য নতুন বছরে ট্যাপের নতুন ক্যাশ আউট রেট এর সুবিধা সাতক্ষীরার শহর ও গ্রামীণ জনগোষ্ঠির মানুষ নিকট পৌঁছানই আজকের র্র্যালির মূল প্রতিপাদ্য বিষয়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংক ও মালয়েশিয়ান টেকনোলজি কোম্পানি আজিয়াটা ডিজিটালের যৌথ উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস – ট্রাস্ট আজিয়াটা পে – ট্যাপ -এর ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৪ টাকা ৭০ পয়সা। যেকোনো ট্যাপ এজেন্ট পয়েন্টে মোবাইল অ্যাপ থেকে ক্যাশ আউট করুন হাজারে ১৪ টাকা ৭০ পয়সায়।
ট্যাপ একটি নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ট্যাপ -এ টাকা পাঠানো, টাকা তোলা, যে কোনো কেনাকাটা, মোবাইলে টাকা রিচার্জ করা, ইন্টারনেটে কেনাকাটা বা পেমেন্ট করা, যেকোনো বিল পেমেন্ট সহ আরো অনেক ফী পেমেন্ট ও টাকা লেনদেনের সেবা পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি সহযোগী প্রতিষ্ঠান হলো ট্রাস্ট আজিয়াটা পে – ট্যাপ – তাই ট্যাপ -এ টাকা লেনদেন করা সবচেয়ে নিরাপদ।
উক্ত প্রচার ও র্র্যালীতে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিবিউটর(ওনার) এ.এস. এম. মাকসুদ খান, টেরিটরি ম্যানেজার সাতক্ষীরা এস কে আবুল হাসান। সাতক্ষীরা শাখার হাউজ ম্যানেজার মোঃ আতাউর রহমান, ট্যাপ এজেন্ট, বিপি সহ ট্যাপের সকল কর্মীগণ উপস্থিত ছিলেন।