
নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দর হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-১৭২২/০৩) এর নব-নির্বাচিত সভাপতি হয়েছেন সামছুজ্জামান (১৩৪ ভোট), নিজামুদ্দীন বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে মিজানুর রহমান (১৯৬ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সত্তার জুয়েল (১৮৫ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন (বিনা প্রতিদ্ব›িদ্বতায়), কোষাধ্যক্ষ পদে আবিদ হোসেন (১৮০ ভোট), প্রচার সম্পাদক পদে আব্দুর রউফ তরফদার (১৭৪ ভোট), দপ্তর সম্পাদক পদে আবুল হাসান (১৭২ ভোট), কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম (১৬৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটারদের ভোটের মাধ্যমে উক্ত নেতৃবৃন্দরা নির্বাচিত হন।