
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের আলিপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে ইনফেকশনস চিকিৎসায় এন্টিবায়োটিকের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আলিপুর ইউনিয়ন শাখার আয়োজনে ও ইউনিমেড এন্ড ইউনিহেলথ ফার্মার ব্যবস্থাপনায় ২২ ডিসেম্বর বেলা ১২টায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালয় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আলিপুর ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডা: আলহাজ¦ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি গ্রাম ডা: জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সদর উপজেলা শাখার সিঃ সহ সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন। প্রশিক্ষণ প্রদান করেন ইউনিমেড এন্ড ইউনিহেলথ ফার্মার দক্ষিন অঞ্চলের এ.জি.এম. নূর মোহাম্মাদ, এরিয়া সেলস ম্যানেজার বদিউজ্জামান, সহকারী সেলস ম্যানেজার মাহমুদ হোসেন, এমপিও সাতক্ষীরা কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন শাখার সহ সভাপতি গ্রাম ডাঃ আকতারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, সাধারণ সম্পাদক আবীর হোসেন, ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ নাছিরউদ্দীন, সাধারণ সম্পাদক আঃ হামিদ সহ ৪০ জন গ্রাম ডাক্তার।