
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জির ন’ভাই ল’ কলেজের শিক্ষক বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুন ব্যানার্জী মারা গেছেন। রাবিবার বেলা ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে শহরের নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার ২০ ডিসেম্বর বেলা ১২ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। পরে সাতক্ষীরাস্থ রসুলপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক অরুন ব্যানার্জীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতনদী পরিবার। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সাতনদীর প্রধান সম্পাদক মাসুদুর রহমান, নির্বাহী সম্পাদক এ এস এম মাকসুদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আল ফেরদাউস আলফা, বার্তা সম্পাদক মাসুদুর রহমান, নগর সম্পাদক আহাদুর রহমান জনি, প্রধান প্রতিবেদক আইয়ুব হোসেন রানা, নিজস্ব প্রতিবেদক রোকনুজ্জামান ।
এমপি রবি’র গভীর শোক
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
এদিকে সিনিয়র সাংবাদিকের দেহত্যাগে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন-সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সোমবার ২০ ডিসেম্বর বেলা ১২ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। পরে সাতক্ষীরাস্থ রসুলপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
তালা প্রেসক্লাবের শোক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.অরুণ ব্যানার্জী (৭০) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩.৩০ মিনিটে তিনি দেহত্যাগ করেন।
তিনি সাতক্ষীরা ল কলেজের শিক্ষক, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য, এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠণের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি প্রথম আলো সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জীর বড় ভাই।
তার মৃত্যুতে শোকহত পরিবারের প্রতি সমবেদনা ও আতœার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, দৈনিক প‚র্বাঞ্চল তালা অফিস প্রধান ও তালা প্রেসক্লাব সভাপতি এস,এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্ছু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন,এস,এম আকরামুল ইসলাম,এ্যাড: কবির আহমেদ,বিএম বাবলুর রহমান।
কার্যকরী সদস্য মো:বাহারুল ইসলাম, এসএম জহর হাসান সাগর,মো:আব্দুল মজিদ,মো: সোহাগ হোসেন মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন,মো:লিটন হুসাইন, মো: আফজাল হোসেন জোয়াদ্দার, মো: বোরহান উদ্দীন বিশ্বাস,মো:বাহারুল মোড়ল,সাধারণ সদস্য মো:রুহুল আমিন মোল্লা, মো:হাফিজুর রহমান, খান আল-মাহবুব হুসাইন, মো:ফয়সাল হোসেন, মো: জিয়াউর রহমান, মো: আব্দুল্লাহ আল-মামুন, মো:সাগর মোড়ল।
উন্নয়ন সংগঠন স্বদেশের শোক জ্ঞাপন:
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এড. অরুণ ব্যানার্জি ’র মৃত্যুতে শোক জ্ঞাপণ।
তিনি আজ বেলা ৩.৩০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তিনি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে আমরা স্বদেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি ও তার বিদেহি আত্মার শান্তি কামনা করি।
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গভীর শোক
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দ।