বিশেষ প্রতিবেদক, তালা: তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কবর জিয়ারত শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত বিশ্বাসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী শেখ মুজিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার ময়নূল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, ভাইস-চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লর রহমান, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় ও ফরদিন এহসান। স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন।