
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সরকারি কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন।