
নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলার কাকডাংগায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বছর ব্যাপী বিভিন্ন কর্মস‚চী পালন করে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাংগা ইউনিয়নে বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় রোগীদের বিনাম‚ল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কাকডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন এ উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসারগণ আগত রোগীদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিকেল ক্যাম্পেইনে ৩৮২ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।