নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শতবর্ষে ও সুবর্ণজয়ন্তীর রঙে বর্ণিল” শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা খুলনা বিভাগীয় উপ-পরিচালক জামান উদ্দিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আফজালুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, রেডিও তেহরান এর সংবাদ পাঠক জি এম আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নবাব আব্দুল লতিফ, স্যার সলিমুল্যাহসহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠায় ভ‚মিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু কে বাদ দিয়ে যেমন বাংলাদেশকে ভাবা যায়না। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সংগ্রামের সাথে জড়িত। সকল অর্জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ‚মিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার বছর ধরে জ্ঞানের আলো ছড়াবে এই প্রত্যাশা সকলের। আলোচনা সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাদের দুষ্টু, মিষ্টি, মধুর স্মৃতিচারণে সকলেই হারিয়ে যান সেই শিক্ষাজীবনে। পুরো অনুষ্ঠান স্থল পরিণত হয় মহামিলন মেলায়।