
কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হোসেন আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে কলারোয়ার তুলসীডাঙ্গাস্থ আল মাদরাসাতুল ময়নুল ইসলামে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রয়াত হোসেন আলীর জন্য শুভাকাঙ্খিদের কাছে দোয়া প্রার্থনা করেছেন মরহুমের বড় জামাতা কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান কামরুলসহ পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০০৮ সালের ৪ ডিসেম্বরের এ’দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ ভবনে ইন্তেকাল করেন কলারোয়ার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব চেয়ারম্যান হোসেন আলী।