
নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শুক্রবার বিকেলে বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের হল রুমে বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের ওর্য়াড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অসিম কুমার জোয়াদ্দার, উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, মাষ্টার মৃনাল কান্তি বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিয়নের নৌকার মাঝী ভবতোষ মন্ডল, সহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওর্য়াডের সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতিকে ভোটদিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে গ্রাম হবে শহর এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নির্বাচনী মাঠে ময়দানে থাকার আহবান করেন ডালিম কুমার ঘরামী।